মাদ্রাসার শিক্ষা বিভাগ সমূহ
নূরানী বিভাগ
শিশুদের জন্য মাদরাসার তা’লীমী সময়সূচি (সকাল ৮.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত) পরিপূর্ণভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই ৫ বছর থেকে ৬ বছরের শিক্ষার্থীদের জন্য মকতব বিভাগে ‘নূরানী বিভাগ’ নামে একটি শাখা চালু করা হয়েছে।
মক্তব বিভাগ
মক্তব বিভাগে নুরানী পদ্ধতির পাঠদানের অনুসরণ করা হয়। তবে জেনারেল বিষয়ে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার (বাংলাদেশ) পাঠ্যবই পড়ানো হয়। এ বিভাগে সর্বনিম্ন ৬-৭ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
নাযেরা বিভাগ
নুরানী পদ্ধতির অনুসরণে নাযেরা বিভাগে পাঠদানের অনুসরণ করা হয়। জেনারেল বিষয়ে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার (বাংলাদেশ) পাঠ্যবই পড়ানো হয়। এ বিভাগে সর্বনিম্ন ৬-৮ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
হিফয বিভাগ
হিফয বিভাগের শিক্ষার্থীরা নাযেরা সমাপনীসহ মোট ৩ বছরে হিফয সম্পন্নের পাশাপাশি জেনারেল বিষয়ে ৪র্থ শ্রেণি শেষ করবে এবং ‘তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অধীনে হিফয পরীক্ষা দিবে। হিফযের জন্য বর্ণিত সিলেবাস বৎসর কৈন্দ্রিক নয়; বরং মেধার উপর নির্ভরশীল। তবে এ বিভাগের সর্বোচ্চ মেয়াদ ৪ বছর।
কিতাব বিভাগ
এ বিভাগ মোট ৭টি স্তরে বিভক্ত : ১. জামাতে দহম (তাইসীর) ২. জামাতে নহম (মিজান) ৩. জামাতে হাশতম (নাহবেমীর) ৪. জামাতে শশম (কাফিয়াহ) ৫. জামাতে চাহারম (শরহে বেকায়া) ৬. জামাতে উলা (মিশকাত) ৭. দাওরায়ে হাদীস (তাকমীল)